Home / News / East bengal players celebrate christmas eve with hospital staff and patients | বড়দিনের উদযাপনে অভিনবত্ব ইস্টবেঙ্গলের
26 Dec, 2022
East bengal players celebrate christmas eve with hospital staff and patients | বড়দিনের উদযাপনে অভিনবত্ব ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ক্রিসমাস ইভ অর্থাৎ বড়দিনের আগের দিনে বিশেষভাবে উদযাপন করল ইস্টবেঙ্গল এফসি। ক্লাবের লগ্নিকারী সংস্থা ইমামির পরিচালিত মুকুন্দপুরের নামী বেসরকারি হাসপাতালে এসে সেখানকার ডাক্তার-স্বাস্থ্যকর্মী ও রোগীদের সাথে বড়দিনের সেলিব্রেশনে মাতল ইস্টবেঙ্গল।

উপস্থিত ছিলেন হেড কোচ স্টিফেন কনস্টানটাইন সহ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা সকালে উপস্থিত হন বাইপাস লাগোয়া হাসপাতালে। সেখানে তাদের লাল গোলাপ ও সান্তা টুপি দিয়ে স্বাগত জানান হাসপাতালের কর্মীরা।

এরপর পরিবেশের স্বার্থে ইস্টবেঙ্গলের প্রতিটি খেলোয়াড়ের নামে গাছের বীজ বপন করা হয়। আর তারপর ফুটবলের আকারে কেক কাটা হয়। এরপর হাসপাতালে ভর্তি শিশু ও বয়স্ক রোগীদের সাথে আলাপ করেন কোচ ও ফুটবলাররা।

রোগীদের সাথে ছবি তোলার পাশাপাশি সান্তা টুপি, খেলনা সহ নানান উপহার দেন ফুটবলাররা। শেষে স্টিফেন কনস্টানটাইনের হাত ধরে হাসপাতালের মুকুন্দপুরের শাখায় ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগ উদ্বোধন করা হয়।

Recent News
AMRI hospitals reveals pr...

AMRI hospitals reveals pros of robotic knee replac...

read more
Argus News is Odisha's fa...

Argus News is Odisha's fastest-growing news ch...

read more
An elderly man got succes...

Bhubaneswar: An 83-years-old man was admitted with...

read more
An elderly man got succes...

An 83-years-old man was admitted with recurrent fa...

read more