AMRI Hospital won the trust of the people of Bangladesh










AMRI Hospitals representatives do not seek any advance payment over the phone/email for doctor appointments or any medical services. If you receive any such call, SMS or email, please report it immediately by calling 033-66800000
Home / Events / ভারতের আমরি হাসপাতাল বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে
19 Apr, 2023
ভারতের আমরি হাসপাতাল বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে

ব্যুরো প্রধান

খুলনা : ভারতের কলকাতার আমরি হাসপাতালের কর্ণধার রূপক বড়ুয়া বলেছেন, আমরি হাসপাতাল বিগত ২৫ বছর ধরে বাংলাদেশের মানুষের পাশে রয়েছে। ক্যান্সার, নিউরোলজি, গ্যাষ্ট্রোলজিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে এ হাসপাতালটি ইতোমধ্যে বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি খুলনার রোগীদের আরও সহজে সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ ছাড় দিয়ে চিকিৎসা দেয়ার ব্যাপারেও তিনি আশ্বাস দেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে খুলনা প্রেস ক্লাবে এ মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 রূপক বড়ুয়া বলেন, দু’দশকের বেশী সময় ধরে আমরি হাসপাতাল বাংলাদেশের মানুষের সেবায় নিয়োজিত। বাংলাদেশ থেকে প্রতি বছর সাত হাজারেরও বেশি রোগী কলকাতার আমরি হাসাপাতালে চিকিৎসা করাতে যান। এসব রোগীদের মধ্যে ক্যান্সার, যকৃত ও হাড়ের রোগের ন্যায় কঠিন ব্যাধির রোগী রয়েছেন।

 তিনি বলেন, আমরি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশীদের আত্মিক যোগাযোগ আছে এবং আমরির উপর তাদের ভরসা রয়েছে। বাংলাদেশের রোগীদের আর্থিক বিষয়টি বিবেচনায় নিয়ে এখন বাংলাদেশ ও ভারতের উভয় দেশের রোগীদের একই ধরনের ব্যয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আমরি হাসপাতাল সম্পর্কে রূপক বড়ুয়া বলেন, বর্তমানে আমরি গ্রুপের চারটি শাখা আছে। যার তিনটি কলকাতার তিন প্রান্তে অবস্থিত। 

মিট দ্যা প্রেসে সাংবাদিকদের পাশাপাশি খুলনার সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে মতবিনিময় করেন। এ সময় বক্তব্য রাখেন গাজী টিভির খুলনা প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, খুলনা ক্লাবের সদস্য আহসান হাবিব, কেডিএ’র সদস্য আবুল কালাম আজাদ, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: এস কে বল্লভ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ অনেকে।

Recent Post
AMRI Hospitals proudly in...

AMRI Hospitals proudly inaugurated an informati...

read more
An event to raise awarene...

Dr. Koushik Dutta and his team at AMRI Hospital...

read more
Breast Cancer Awareness M...

 In October, we observe Breast Cancer Awar...

read more
joyfully celebrated the a...

AMRI Hospitals, Salt Lake, joyfully celebrated...

read more